Search This Blog

Translate

Amazon Product

কোনো নিমন্ত্রণে যাবেন। সব ঠিকঠাক । কিন্তু উপহার কি দিবেন? কে শুভ কামনার বস্তুগত রূপ। আর তাই  সাধ্যের মাঝে সমন্বয় করে আপনজনের নিমন্ত্রণে মনমত একটা উপহার দেবার চেষ্টা সবাই করে থাকেন। আগে বিয়েতে ,জন্মদিন ,thirty first night, ভালবাসা দিবস আরও কত অনুষ্ঠানে সোনার গহনা, শাড়ি, কাঠের ফার্নিচার, কাঁসার তৈজসপত্র ইত্যাদি দেবার প্রচলন বেশি ছিল।  তবে দিন বদলেছে। আর তার সাথে মিলিয়ে বদলেছে উপহারের রকমফের। -কাছের মানুষ হলে তাকে জিজ্ঞাসা করে নিতে পারেন। সবাই মিলে উপহার দিলে বড় বাজেটের জিনিস দিতে পারবেন। বিয়ের উপহারে দেখা যায় একই জিনিস অনেক পায়। বেশির ভাগ কাজেও লাগে না। তাই জিজ্ঞাসা করে নিলে প্রয়োজনীয় জিনিসটি কিনতে পারবেন। -ফ্রিজ, ওয়াশিং মেশিন,মাইক্রোওয়ভ ওভেন দিতে পারেন। সার্মথ্য থাকলে দেশের মধ্যেকার কোন পর্যটন এলাকার মধুচন্দ্রিমার প্যাকেজ উপহার দিতে পারেন। -বন্ধুরা মিলে নতুন দম্পতিকে দিতে পারেন বেড়াতে যাবার প্লেনের টিকেটও। এছাড়া আরেকটা পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। বিয়েতে দেশীয় পণ্য দেয়ার প্রবণতা তৈরি হয়েছে। হতে পারে তা মাটির কোন কোন ঘর সাজানোর সামগ্রী,নকশি কাঁথা,নানা ধরনের ফটোফ্রেম। এতে অবশ্য তার বিশেষ কোন মুর্হূতের ছবি বড় করেও দিতে পারেন। যা দেখে সে চমকে যাবে। এমন আনন্দ সব উপহারে দেওয়া যায় না। -আগে প্রাইজবন্ড দেবার প্রচলন ছিল। এখন তেমন দেখা যায় না। তার বদলে দিয়ে দেয় গিফট ভাউচার কার্ড। যাতে পরে সে নিজের পছন্দ মত জিনিস কিনে নিতে পারে। পোশাকের মধ্যে বিয়ের কনেকে জামদানি,মসলিন শাড়ি দেয়া যেতে পারে।-আপনি যদি তার পছন্দ সর্ম্পকে জানেন তাহলে কথাই নেই। না জানলে একটু কৌশলে জিজ্ঞাসা করে নিতে পারেন। ফলে যাকে দিচ্ছেন সে খুশি হবে, আপনিও তৃপ্তি পাবেন।-এছাড়া দিতে পারেন বিছানার চাদর, কুশন কভার, ছোট বালিশের কভার, টেবিলের কভার সহ রানার , ন্যাপকিন সেটও বিয়েতে উপহার হিসেবে দিয়ে থাকে। এর বাইরে বিভিন্ন ধরনের ল্যাম্পশেড, মোমবাতি দানি, শতরঞ্জির চাহিদা রয়েছে। কেউ কেউ মাটির বাসনকোসনের সেট,নানা রকমরে ট্রে, কাঠের চামচের সেটও দেয়। সঙ্গে ঘর সাজানোর সামগ্রী তো রয়েছেই। দামি উপহারের ক্ষেত্রে একাত্মতা দেখি আমরা। কারও উপর বাড়তি চাপ পড়ে না। সাধ্যের মধ্যে ভাল উপহার দেয়া হয়। -ইলেকট্রনিক্স সামগ্রীর মধ্যে মোবাইল, ছোট ডিজিটাল ক্যামেরা, নেট বুক এসবও দিয়ে থাকেন অনেকে। আধুনিক যুগে যা সবার কাজেও লাগে। -এছাড়া গয়না যদি দিতেই চান তাহলে গোল্ড প্লেটেড গয়না , রুপার গয়না কিংবা দামি কোন মুক্তার সেট দিতে পারেন। তবে উপহার যাই হোক না কেন তাতে যেন আন্তরিকতা আর ভালবাসার ছোঁয়া থাকে।

এখনেই visit করুন এবং পছন্দের product টি কিনে gift করুন প্রিয়জনদের।

No comments:

Post a Comment